Print

মমতার প্রিয় হাত

হাতগুলো দীর্ঘ হোক

ধুলোমাখা সড়ক সদৃশ্য সরল সুদীর্ঘ,

পথিকের প্রতি ছড়িয়ে অসীম ভালোবাসা

বারবার বুকে টেনে নেয় প্রাচীন সড়ক

সেভাবে তোমার হাত

দু’হাতের লোমশ বাগানে একটু ভিড়তে দিও।

একটু একটু করে ভেজাবো দু’ঠোঁট

মমতার-প্রিয় হাতে কৈশোরের বিশুদ্ধ গ্রুপের রক্ত

সেখানে নিমগ্ন থেকে ভাঙবো বিরহ ব্যথা।

রক্তই জীবন আর

একবার তোমাকে জানানো দরকার

আমাকে মেশাও রক্তে,

খেলাধুলোর  কামার্ত  ক্লান্তি নিয়ে

আমাকে আবার গড়ো

একটি অনিন্দ্য শিশু

হাত যার মমতা-মুখর সুদীর্ঘ সরল।