বিনয়ের বিষদাঁত
বিনয়ে বিনয়ে বেশ বিঁধে দিতে পারো বিষদাঁত।
টানছো যখন নিজে বুকের নিকট
কোমল আগুনে রাখি লোভের দু’হাত,
হঠাৎ চুমুর ঠোঁটে ফুটে তোলো আওয়াজ বিকট।
ডাকলাম এতো তবু খুললে না কানের দরোজা,
শোনো না কিছুই আর বেহুদা বিনয়ে বলো চুপ
আবার নিকট টেনে শুরু করো খোলামেলা পরিচর্যা,
সমুখে দাঁড়ানো দেখি দিগম্বর লোভ এক অপরূপ।
এ কেমন পালকবিহীন নারী, অথবা নারীর রক্তে অন্যকিছু
হানো আর বারবার টানো; এলোমেলো অজুহাত
ফিরেও হয় না ফেরা, দিনমান রহস্যে টানছো পিছু
শরীরে হৃদয়ে তুমি বিঁধে আছো এক বিনয়ের বিষদাঁত।