প্রণয়ের গানে ব্রাহ্মণ ক্ষত্রিয়
ব্রাহ্মণ ঘরে আমি জন্ম নিয়ে
ক্ষত্রিয় যুবককে করেছি বিয়ে
এই নিয়ে সমাজের হয়েছি কাঁটা
গঙ্গার জলে নাকি দিয়েছি হাঁটা
পুরনো আবাস তাই
দিলো না সুখের ঠাঁই
বাসর সাজেনিতো শত ফুল দিয়ে,
ব্রাহ্মণ ঘরে আমি জন্ম নিয়ে,
ক্ষত্রিয় যুবককে করেছি বিয়ে...
কোনো এক পূজো রাতে হয়েছিলো পরিচয়
আরতির ধুপ ধুনো হয়েছিলো বিনিময়,
উৎসবে মেতে ওঠা সেই সে রাতে
হাতগুলো ছুঁয়েছিলো যুবকের হাতে
বললো সে প্রতিমা দু’চোখ বুজো
বুঝলাম সার্থক আমার পূজো,
বর্ণ ভাবিনি তাই, ভাবিনি নিছক ছাই,
প্রেমের সানাই সে দিলো বাজিয়ে,
ব্রাহ্মণ ঘরে আমি জন্ম নিয়ে,
ক্ষত্রিয় যুবককে করেছি বিয়ে...
ছিঁড়েছি তো সনাতন নিয়মের সব ফিতে
বাহুবল পুরুষের সিঁদুর নিয়েছি সিঁথিতে,
ঢুলু ঢুলু উলু ধ্বনি হয়নি সাধা
জুটির জীবন নয় সাত পাকে বাঁধা
সাঁঝবেলা বাজালোনা সাদা শঙ্খ
তবুও সংসারে মেলে অঙ্ক,
সেই শ্যাম সুখ পায় সেঁজুতির সজ্জায়
প্রণয়-প্রদীপ যদি রাখি সাজিয়ে,
ব্রাহ্মণ ঘরে আমি জন্ম নিয়ে,
ক্ষত্রিয় যুবককে করেছি বিয়ে...