হৃদয়ে রেখেছি ধরে হৃদয় রেখেছি ধরে হৃদয়েই থাকো শুধু, শরীর মাতম করে রসহীন মরু ধু ধু। লবনবিহীন ডিম স্বাদহনি সম্ভার, অভাব অপরিসীম দেহহীন প্রেম যার। হৃদয় সবইতো নয় রাখো কেনো সন্দেহ, পুরোটাই হবে জয় দাও যদি মন দেহ।