প্রমোশন
কল্পপ্রবণ সে এক প্রমোশন লোলুপ পিয়ন
বিলিয়েছে প্রেমহীন কোনো ঠিকানায় দরখাস্ত,
ভেবেছিলো নিশ্চিত জ্বলবে বুকে আলোর নিয়ন
হৃদয়ে কাঙ্খিত সুখ, মোট কথা তার যে এবার
প্রমোশন ধরা দেবে আস্ত।
এক, দুই, তিন করে শুধু ব্যর্থ প্রহর পালায়
বাসনার গুণ টেনে প্রতীক্ষা হাঁটানো সেই পিয়ন একাকী
শূন্যতার উনুনে পোড়ায় সবকিছু নিজ’কে জ্বালায়
বিরহী অপেক্ষা তার: প্রেম হয়ে প্রমোশন একবার
ক্ষত বুকে দেবে নিভৃতে দেখা কি?