Print

প্রেমাত্মা বা প্রণয়পূণ্য

প্রণয়ে আমার কোনো পাপ নেই।

বিরহে হয়তো অনুতাপ আছে,

তবে শাপ নেই, কোনো অভিশাপ নেই।

বয়েসের ভার অসাড় করেনি।

প্রেম নিয়ে কোনো বসার বেলায় হেলাফেলা নেই।

ছেলেখেলা মতো ভুরু ছোঁয়াছুয়ি চুমুখেলা আছে

সত্যি কথা কি, চুমুতে আমার কোনো ব্র্যান্ড নেই।

জাত-পাত আর বর্ণ বিষয়ে এখানেই আমি সার্বজনীন।

হৃদয় বিষয়ে লালফিতেহীন খোলা আছে ফাইল।

নথিতে দেখুন, প্রকল্প-প্রেম দ্রুত পাশ হয়।

স্বপ্ন দেখার কতোশতো নোট, গাছ না কাটার

দৃঢ় নির্দেশ। পার্কে বসার সুবিধাদি নিয়ে

লাখো সুপারিশ। এ কথাও আছে

প্রেম-কল্যাণে মন্ত্রণালয় অচিরেই হোক।

খন্ড খন্ড অফিস প্রণয়, ক্ষতিকে চেনে না।

পতিও জানে না, সতীও মানে না।

প্রণয়-পাগল শুধু কি মানুষ?

পাখিও একাকী থাকতে পারে না,

আমি কি বৃক্ষ? পার্কের বেঞ্চ, খাট-আসবাব?

দেখবো এবং শুধুই ভাববো প্রণয়কাব্য?

এখানেই আমি ঘোষণা দিচ্ছি, ধূমপান নয়,

নেশা পান নয়, সাঁচি পান নয়। শুধু দেহ পান

প্রেমের বরোজে দেহের গরজে বেড়ে ওঠা পানে

পুরুষের যতো তক্তা সুপুরি,

একটু ঝাঁঝের সাদা-গলা চুন,

একটি লম্বা পানের ডাঁটায় জিব ছোঁয়া সুখ,

এইযে আমার সুখের অসুখ শরীর কাঁপানো

হৃদয়ের জ্বর, এখানে অন্য ওষুধ ধরে না।

দেখেছো আমাকে, নারী বা পুরুষ যে কোনো একটা

দেহের গড়নে, অথচ দু’ঠোঁট চারটি হলেই

শিশু বা বন্য। মরুতে ঝর্ণা, বায়ুতে বৃষ্টি,

মাতালের মন-পাতালেও তার তরলে তৃষ্ণা।

চুমু মানে সেই নেশা জাগা ঘুমে বোবা ব্যাকুলতা।

আমার দু’ঠোঁট খুব সাদাসিধে, বোবার বিবেকে

কাজহীন কানে সকল প্রণয়ে দেবে সম্মতি।

খাতা-খতিয়ান সব ফেলে দিয়ে দেয়া আর নেয়া।

দেওয়া-নেওয়া নিয়ে কাঁটাতার নেই স্বীয় সীমানায়।

কোনো উচাটন, কোনো হাম্বড়া কোনো ভাব নেই

প্রণয়ে আসলে কোনো পাপ নেই।

কোনো হাফ নেই, কোনো ফুল নেই,

বিরহে হয়তো অনুতাপ আছে

ব্যথা-বেদনার পরিমাপ আছে, তবে

                দীর্ঘ শরীরে আমার মাথাটি চিলতে হলেও

                পাগল প্রণয়ে, সিঁথিতেও এক চুল ভুল নেই।

                আদালত দেবে যেটুকু মানার, মানবো এবং

                জানবো ভেতরে যে আমি সত্যি হৃদয় পূজারী

                সেখানে ফাঁসি বা কোনো শুল নেই।

প্রণয়ে আমার খুন ঝরানোর লাল হুল নেই।

স্বপ্ন বুনছি, তবে মাকড়সা জাল-ঝুল নেই।