Print

কলস দেহের গান

নদীর  ধারে কলস কাঁখে, পাই না দেহে বল,

মিন্সে তুমি বসাও না ক্যান অঙিনায় চাপকল।

নদীতে যাই ঘর সংসার ফেলে

সেইখানে সব অচিন মাঝি-জেলে

হাত ইশারায় ডাক দিয়ে কয় ভিন দেশে যাই চল,

নদীর ধারে কলস কাঁখে পাই না দেহে বল।

মিন্সে তুমি কলুর বলদ নও

সন্ধ্যা হলেই কেনো উপুর হও,

হালের সাথে গতর খেঁটে রোজ

ঘুমাও শুধু, নাও না জোড়ায় খোঁজ,

রাতের আরাম হারাম হলে চোখ করে ছলছল

নদীর ধারে কলস কাঁখে পাই না দেহে বল...।