Print

বরং শান্তি

হাতি ঠেলা যায়, কার্তিক ঠেলা দায়

কাজতো মেলে না, অভাবী উত্তরায়...

মানুষের হাটে পতন লেগেছে দরে

বিশাল মৃত্যু; ক্ষুদ্র মশক-জ্বরে,

যেমন নায়িকা অভিনয়ে কদাচিৎ

মডেলিং-মোহে গড়ে তোলে ছায়া-ভিত্ ,

টিভি ও চ্যানেল চোখ কিনে নেয় তাবৎ

খরচ কমছে পত্রিকা-বই বাবদ।

ওষুধ গুলিয়ে বাজার খাচ্ছে মাদক

শিল্পীর চেয়ে হাঁকছে অধিক বাদক,

পাঠশালাগুলো অতীব মুখর নোটে,

রাজনীতি হাসে ভোট-গণিতের জোটে।

ট্যাক্সি চালক হাইজ্যাকারের হোতা

কবি-জলসায় কবির আধেক শ্রোতা।

কাগজে কেবল বিজ্ঞাপনের আলো

রঙিনে ছাপছে ম্যাগাজিন ‘সাদাকালো’!

পেট্রোল থেকে দাম বেশি মিনারেল

পানি-পাঠ নিয়ে ভানুমতিদের খেল...

পাপমতিরাই বেকার যুবক কেনে

কর্মের হাত ট্রিগার-ডেগারই চেনে,

মানবিক দেশ নেবে কী গড়ার ভার?

ভীঁতি ছড়ানোর নীতি-খেকো ঠিকাদার

সুখ-কে পেটায় নগর বা পাড়া গাঁ’র,

বরং শান্তি; কেন্দ্রীয় কারাগার!