Print

সূর্যকে এপ্রিল ফুল

সূর্যের নিয়মে প্রতিভোরে জেগে ওঠা, ছোটা

সিকিরাতে শরীর এলানো ঘুমে, নিয়মের দোলাচলে

মানুষ বড়োই ক্লান্ত, পরিশ্রান্ত।

সূর্য তাতালে যৌবন, মানুষের রতি-রমণের রাগ বাড়ে,

অথচ অফিস, শ্রমপাড়াগুলো মানুষকে সেদ্ধ করে কাজের হাঁড়িতে

পুরুষহীন বাড়িতে তাই দুপুরের দেহ খাদ্য বাসী হয়ে যায়।

এবার সূর্যকে ধরে হঠাৎ জানাই গুডবাই।

সারারাত জাগাজাগি খেলে ভোরবেলা বিছানা-সাঁতার।

সারাদিন পৃথিবী ঘুমালে সূর্যি মামাও ধাঁধা দেখবেন,

ভাববেন, হয়তো ঘড়ির কাঁটা পেন্ডুলামে ক্ষত,

হয়তো হয়েছে ভুল বয়েসের ঝুলন্তউপান্তে।

তারপর সান্ধ্য-বিদায়ের কিছু আগে

আমাদের বিলাসী ঘুমের চোখ ঘঁষতে থাকবো।

কৌতুহলী সূর্যকে জানান দেবো তোমাকে এপ্রিল ফুল!

                                তোমাকের এপ্রিল ফুল!

ঠিক এভাবেই সন্ত্রাসের সূর্য, অশান্তির চাঁদাবাজ,

রাজনীতির কার্বন মনোক্সাইড, ক্ষমতা চেয়ার

সবাইকে পথ ছেড়ে দিয়ে আসুন মানুষ

ভোটার তালিকা থেকে একযোগে নাম তুলে নেই,

গরু-ছাগল অথবা আসবাবপত্র হয়ে থাকি কিছুদিন।

মানুষ হত্যার মহা-উৎসবের মাঠ থেকে, জাতিসংঘ থেকে,

শান্তিজোট, দূতাবাস থেকে প্রত্যাহার করি মনুষ্য-ভূমিকা।

পৃথিবী দাবানো রক্তচক্ষুগুলো তারপর অস্ত্রের ভাগাড় নিয়ে

ক্ষমতার খল নোটগুলো ভাঙাবে কোথায়?

মানুষ ভীতুর ডিম এই সত্যকে ওল্টাতে

উল্টোপথে না হেঁটে বরং হঠাৎ বিশ্রামে যাই।

খোসার  ভেতরে  নিরুত্তাপ থেকে সকলে জানান দেই

বেহুদা বিবেক, বিশ্ববরেণ্য বন্যেরা এ পৃথিবী তোমাদের,

শাসনে-ত্রাসনে রাখো, তোমরাই থাকো

তবে মানুষেরা থাকবে না, থাকবে এপ্রিল ফুল।