Print

সহজ খেলা খুনোখুনি

ক্যারম কিংবা লুডুর চেয়ে সহজ এখন খুনের খেলা!

ক্যারম মানে চার কোণাতে গোল করবে

সাদা-কালো ঘুঁটির মানুষ অথবা তার লাল নেতাকে

চোখ-নিশানে, ধনুক আঙুল খুন-মানসে

ধরাশায়ীর ব্যর্থ প্রয়াস, অথচ সেই প্রতিহিংসার

                সহজ প্রকাশ ট্রিগার টেপা, জবাই খেলা

কোমল হাতের লুডু খেলায় কষ্ট বড়ো ছক্কা পাওয়া

তারচে’ বরং ছয়টি গুলির চেম্বার নেই

                ব্যর্থ হওয়ার আশঙ্কা ঢেউ।

সংসারে যার বিষম খাওয়া,

চি-বুড়ি নেই কাবাডি নেই, ব্যর্থ হলো প্রণয়-খেলা

তালাক তালাক বলার আগে, করার আগে

                অর্ধচন্দ্রে খুনের খেলা সাঙ্গ হলে

ফ্যানের ডানায় ঝুলতে থাকে দুলতে থাকে

প্রমাণবিহীন শোকের স্মৃতি... ফ্যান জানে না

খুন-কাহিনী ফ্যান বলে না, আইন বলে না, ফ্যান বলে না...।

অংশীদারের লাভের হিসেব? কিসের এতো ক্যালকুলেটর?

পদ-পদবী নির্বাচনের? দেশ দখলের? আনুগত্যের?

চর দখলের বর্বরতা সাগর-নদী পাড়ি দিয়ে

শহর-গ্রামে সরব এখন জীবন-ঘুড়ির কাটাকাটি লাটাই খেলা,

বোমার মাটি বোমার ঢেলা হঠাৎ  জমে ধ্বংস মেলা...।

খুন-তালিকায় ফলজ বৃক্ষ, বনজ গাছের পোয়াবারো

সড়ক-পাশে আবাস ঘেঁষে; বাগান ঝোঁপে বনগাছেরা পল্লবিত

নিঃশ্বাসে তাই বনমানুষের বাহুল্য আজ বসুন্ধরায়,

যন্ত্রনগর, সীসার বাতাস আয়ুকে খায় বায়ুকে খায়

ট্রাকের চাকায়, উন্মাদনায়, জাদু-টোনায়

ঘাতক হয়ে শাসক মেরে বিচারকের আসন কাঁপায়...।

জাতীয় সব দিবসগুলোর অধিক স্মৃতি রক্তমাখা

বিশ্বে তাবৎ পতাকাতে কাঁপতে থাকে লাল ইতিহাস,

দাবার চালে কেউ দমে না, মন্ত্রী মারে রাজা মারে

ক্রিকেট এবং এমন খেলায় খুন হয়ে যায় কর্মসময়

দীর্ঘছুটির তালিকাতে দিবসগুলো উপার্জনে ব্যর্থ-মুখর,

হতাশ যুবক বোতল সেজে নেশায় খেলে জীবনবাজি

মিছিল হঠাৎ লাশের মিছিল, জনসভায় শোক-জানাজা

জান-জনতার মূল্য কোথায়? সাংবাদিকের রক্ত দিয়ে

‘অসির চেয়ে মসি বড়ো’ এই কথা কি ঢেকে গেলো?

প্রবাস স্বামীর প্রতীক্ষাতে হঠাৎ নারী পরকীয়ায়

অর্জিত ধন সঞ্চিত মন নতুন প্রেমে উজাড় করে,

বিলম্বিত ফেরা নিয়ে প্রবাসী হায় বাঁচার জন্যে

আকুলতায় নানান নাটক লাল ফতোয়া হিল্লা বিয়া

খুন-সিনেমায় প্রতিহিংসা রিলে রিলে,

ধর্মবোধে বর্ণ-ধাঁধায় জাত-উপজাত ইস্যু কত খুনোখুনির!

মানবতার প্রমাদ গুণে হয়ত এবার বন্ধ হবে

পাখি শিকার; বন্য প্রাণীর হনন খেলা, কিন্তু যারা

বন-মানুষের বন-মানবীর হিংস্র ছায়া

তাদের হাতের সহজ খেলা খুনোখুনির ইতি কোথায়?

রেফারী কই? বাঁশি-অলা?

                বন্ধ করো কেয়ামতের আগাম খেলা।