Print

গরিবী-স্বর্গ

মন্দার দেশে সন্ধ্যার শেষে

মানুষ থাকে না সড়কে,

ধন হীন তাই মন ছিনতাই

বিবাদ বাড়ায়; বড়ো কে?

 

ছোটো তহবিল মিলের অমিল

ভাগ-বাটোয়ারা দ্বন্দ্ব,

পিসিতো-মাসীতো ভালোও বাসিতো

ভাই-বোনে প্রেম-ছন্দ!

 

তিনতলা চকি-থাকা দেখেছো কি?

স্বপ্নরা অবরুদ্ধ

নির্দোষ তুমি মানুষ ও ভুমি,

খাবার খেলে না শুদ্ধ।

 

গরিবী প্রধান কতো ব্যবধান

বেড়ে যায় প্রাণ-সংখ্যা,

কাটে না মন্দা-হাঁটছে সন্ধ্যা

রাত্রি বাড়ায় শংকা।

 

তবুও রমণী পুরুষ ধমনী

দেহ-সুখে এক আত্মা,

ভালোবাসাময় স্বর্গসময়,

গরিবী পেলো না পাত্তা...