Print

সীমান্তের স্বাধীনতা

দেশের কিনারা নিয়ে সাফল্যের কিনারা কোথায়?

কাঁটাতার আর চৌকির টহল টপকানো

সীমান্তের সীমারেখা মানে না হৃদয়।

যৌবনবতী মর্টার ফোঁস ফোঁস করে ওঠে,

সীমান্তের কতিপয় ওঝা সাপের আদলে

তাই খেয়ালী ছোবল মারে,

খেলতে খেলতে এই খেলা বড়ো খেলা হয়ে যায়।

 

মেরে চুরে সাপকে তাড়ায় বেজী,

কিন্তু পাপকে পারে না।

পাপীরা খেলতে চায় মরণের খেলা।

 

উত্তেজিত আকাশে শকুন হাসে,

জলে-স্থলে-অন্তরীক্ষে কাঁদে

ইলিশ-ব্যাঘ্র-দোয়েল, কাঁঠাল ও বন,

কাঁদে শান্তিকামী মানুষের অবরুদ্ধ মন।