Print

সাদা ডিমে কালো চুমু

ভালো মানুষেরা আজকাল ভালো ডিম পাড়ে,

ভালো ঘুম দ্যায়।

আর কালো মানুষেরা বাজার দখল করে,

ভালো ডিম কালো পালকের উম দিয়ে

ফোটায় কৃষ্ণপ্রজন্ম,

কালো চোখে মোরগ-লড়াই করা

সন্ত্রাসী ছোবল

তারাই সড়কে ঝুঁটিকাঁপা ছোরা চোখে

সাদা মানুষের মন কালো করে দ্যায়,

প্রশান্তি ছিনিয়ে নেয়।

 

কালো মাফলার, কালো লোম-যন্ত্র-বাট

তাদের কাছেই জমে ওঠে কালো টাকা,

পুঁজিপতির কলিজা জিম্মি থাকে তাদের নখরে।

শিশু দিয়ে মুক্তিপণ তোলে কালোর মুখোশ ।

 

তাদেরও রক্ত লাল তবে

হৃদয়-কুসুমে কালো শর্করার সহবাস।

হলুদে আস্ফালন নেই,

যে সমাজ জ-িসের ভয়ে জবুথবু,

আখের রসের খোঁজে সড়কে নামে না

সেখানে মৌমাছি জমে, কালো কালোর ভাগিদার

তারই পুষ্টিতে শুয়ে ছড়ায় কালোর রোগ।

ঘুঁটে দেয় জীবাণুর পাপ, নর্দমার অভিশাপ।

 

এদিকে রাখে না চোখ সুদূরের ভালো মানুষেরা।

ভালো বাসা পেয়ে ভালো ঘুমে ভালো বিনোদনে

ভালো ডিম দেয়, ভালো ভ্রুণ ফোটে

তবে ভালো সমাজ জোটে না ভাগ্যে তাই

উত্তর প্রজন্ম ছুটে চলে যায় সাদাদের দেশে।

সে এক উদাম খোলামেলা নগ্ন কালো পরিবেশে।