Print

সামান্থা স্মিথের জন্যে খোলা চিঠি

প্রিয় সামান্থা

তোমার জন্যে লেখা এই চিঠি জানি কোনোদিন

পৃথিবীর কোনো ডাকবিভাগ পৌঁছাতে পারবে না।

ঠিকানা বদল করে উড়তে উড়তে

তুমি আজ চলে গেছো বহুদূরে,

মাঝ আকাশে হঠাৎ কালো মেঘের টক্করে

ফেটে গেলে এক কিশোরী বেলুন।

সামান্থা,

মৃত্যুর জন্যেই জন্ম আমাদের

যেমন মাটিতে একবার ফিরে আসতেই হয়

উড়ন্ত দুরন্ত বিমানগুলোকে,

তোমার বিমানটিও ফিরে এসেছিলো

তবে তাতে শক্তি ছিলো না, বিধ্বস্ত বিকলাঙ্গ

তোমার শরীরটিও ফিরে এসেছিলো

তবে তাতে প্রাণ ছিলো না, বিবর্ণ বাকশূন্য।

কৈশোরে, যখন শুধু হাসি-খুশির মিছিলসহ

ভাবনাবিহীন বয়েসের সড়কে হাঁটার কথা

পেতœী-ডাইনী ও ডাইনোসরের গল্প শুনতে শুনতে

শুনে ফেলো হিরোসিমা-নাগাসাকি পারমাণবিক বোমা,

তোমার বাদামী চোখ সুদূর ভবিষ্যতের কাছে গিয়ে থমকে দাঁড়ায়,

কি দারুণ কৈশোর ক্রমশ নিদারুণ বারুদ-বাতাসে দোল খায়

তোমার স্কুলটি একদিন সামরিক ঘাঁটি হবে,

তোমার বাগানে ফুল থাকবে না এবং কেউ এসে

হাতে গুঁজে দেবে একটি সচল আগ্নেয়াস্ত্র;

গীর্জার ভেতর থেকে ফাদারের পাঠরত বাইবেল

আর্ত চিৎকারে হু হু কেঁদে উঠবে এবং

বুড়ো সমুদ্রের সাজে চলতে থাকবে লাশের মিছিল।

 

স্কী-ট্রাভেল-অর্থ বা রুলেত খেলার নিছক আবেদন নয়,

যুদ্ধ-লাশ-পারমাণবিক বোমা বন্ধ থাক আর

শান্তির মিছিল চেয়ে লিখলে একটি চিঠি,

আমরা বিস্ময়ে তাকাতাম সামান্থা তোমার দিকে

এইবার, বুঝি এইবার পৃথিবীর রাষ্ট্রনায়কেরা

তাবৎ অস্ত্রচুক্তির কাগুজে দলিলগুলো ছিঁড়ে ফুঁড়ে

সেই চিঠির জবাবে তোমাকে বানিয়ে দেবে

         একটি শান্তির ফুল, প্রীতিউপহার।

এক রোববারে

তুমি উঠেছিলে প্লেনে মুক্ত আকাশ দেখতে,

কপালের চুল সরিয়ে তাকালে পৃথিবীর দিকে

তোমার শান্তির ছবি কতো রূপময়।

আগামীকালের আঙিনা ঐ ডাকছে দু’হাতে এসো,

ভাষাহীন ভালোবাসা তোমাকে দেখালো স্বপ্ন

তুমিই শান্তিদূত

কিন্তু কালো মেঘ

হঠাৎ মেঘের ঘনঘটা যুদ্ধের আদলে হানলো আঘাত,

সামান্থা,

শান্তির প্রিয় পাখি

রক্তাক্ত দেহটি রেখে চলে গেলে মৃত অভিমানে

সেই ভালো, স্বপ্ন স্বপ্নই থেকে গেলো...

এখানে এমন কোনো শক্তি দেখি না

তোমাকে শান্তিই এনে দেবে।

তবু আশায় বুনি জাল

সুখমৃত্যুপ্রত্যাশায় বেঁচে আছি অসংখ্য আমরা।

তোমার শবের পাশে আজ আহাজারি, ক্ষোভের মিছিল

কালো অক্ষরে তোমার জন্যে লেখা এই চিঠি

জানি কোনোদিন

পৃথিবীর কোনো ডাকবিভাগ পৌঁছাতে পারবে না,

তাই আজ এই খোলা চিঠি

বিশ্বমানবতার বিশাল ডাকবাক্সে পোস্ট করলাম।

প্রিয় সামান্থা,

তোমার সেই শবমিছিলের পথ ধরে সারা পৃথিবীতে

আজ নেমে আসুক শান্তির সূর্যালোক।