Print

দানবাধিকার

সামরিক প্রয়োজনে আকাশ ব্যবহারের প্রস্তাবকারীদের

 

চেয়েছিলে পূর্ণ শবীর, পূর্ণ ব্যবহার

সব তোমাকে দিতেই হবে এমন ছিলো দায়

যদিও দিলে প্রতিশ্রুতি নেবে হঠাৎ ধার,

তাগিদ এলেই সবটা দেবো, আমিই অসহায়...

মানবতার পোশাক তোমার, দানব থাকে লোমে

হাত বাড়িয়ে যাকেই ডাকো, প্রেমের পাতা ফাঁদে,

নাকচ হলেই অগ্নি-দু’চোখ, ব্যস্ত মতিভ্রমে

সুঁই-তল¬াশ খুঁজতে থাকা গোয়েন্দা সংবাদে

ভালো মানুষ ভিলেন হলে, বিদায় সমঝোতা

ব্যর্থ প্রেমের সেই প্রেয়সী আমার প্রতিবেশী,

তার শরীরে দখল দিতে দৃষ্টি খরস্রোতা...

হিসেব আছে এই দামামায় কার যে ক্ষতি বেশি?

মানব তুমি, দানব তুমি, বিশ্বপ্রেমিক বটে

আমি তোমার ঋণের গবেট; শর্ত-সহযোগী,

প্রতিবেশী তোমার থাবায় বিদ্রোহ-সংকটে,

দিচ্ছো অনল বারুদ নলে লোম-পাশবিক রোগী

মাথা গরম, জল সেচনে যোগ্য ছিলাম না

সন্ত্রাসী হাত-পা ছড়াতে সব দখলে, তবে

আকাশ দিলাম বাতাস দিলাম, হৃদয় দিলাম না,

গোপন গুহার হৃদয় আমার স্বাধীন হবে কবে?