Print

কবিতা নায়ক

উঠে দাঁড়ালাম কবিতার বই থেকে

পাঠের পুরুষ, শব্দের সুড়সুঁড়ি

স্বপ্ন সমেত রং ও তামাশা এঁকে

তোমাকে দিলাম বৃষ্টির গুড়গুড়ি।

 

কবিতায় আমি অমিত শোভিত যুব,

নারীকে ডাকছি, মায়া কর্ষণ মাঝে,

পাঠিকা আমার মন পবণের ধ্রুব

আমাকে ভিজিয়ে ভেবে নিলো আজে-বাজে

 

শরীর সিক্ত, স্বপ্নে ভেজানো দেহ,

কাপড় আঁটানো চোখ কাড়ানিয়া সুখ

মাস্তুল পাল, দেহ-পেশী খাড়া বুক

প্রেমের ফানুসে ছড়ালাম মন-স্নেহ,

শব্দের তীরে শিকারী পুরুষ আমি

পাঠিকা তোমার হৃৎ-চোখে উঠি-নামি।