Print

শোনো হে সম্পাদক

দায়িত্ব যার সাহিত্য আর ফসলের পুরো মাঠ

গদ্য-পদ্য কবিতা ছাপছো নাকি ছাপো শুধু নাম?

কবিতা মেপেছো?  সুরের সুষমা, ছন্দের আট ঘাঁট

অগোছালো চুল; খোঁজে পরিপাটি ব্যাকরণ সংগ্রাম

 

মাত্রাবৃত্ত; মৃদু টোকা জ্ঞান, স্বরবৃত্তের ধ্বনি

শ্বাসাঘাত মানে একটি মাত্রা; ছন্দ-ছড়ার নেতা

অথবা গদ্যে অক্ষরগোণা বৃত্তের সিম্ফনি;

মাত্রা মাপার গুণ থাকা মানে কবিতা কুশল জেতা।

 

ক্ষুধা হলো খিদে, মতো’র প্রয়োগ বাসী ফুল, বাসী বটে,

গল্পে এখন পাঁচ ডব্লিও-এইচের খোঁজ রাখা,

কি কেন কখন কোথায় কে আর কিভাবে কাহিনী ঘটে

প্রতিবেদকের তথ্যের রীতি গল্প-নাটকে আঁকা।

বেণী বাঁধা চুল; খানিক বাক্যে প্রবন্ধ সিঁড়ি গাঁথা

খোলা মতবাদ, কথা কবিতায় শিল্পে সাজাও কাঁথা।