Print

পিসি-তে প্রমোদ

যখন ছিলো না সেলফোন, মুঠোফোন

ই-মেইল আকাশ, ফেসবুক দোলাচল

প্রযুক্তি রোদ দেখেনি তো দুটো মন

মেঘেরা হেসেছে ঝলকিত খোলা জল।

 

ছিলো  ডাকঘর, চিঠি খাম, হাত-লেখা,

হৃদয়ে-কাগজে গীতি-সুর মৌলিকে

প্রণয়-প্রণয়ী জ্যোতিষীয় হাত দেখা,

স্বামী সাধনায় খাঁটি চিঠি বউ লিখে।

 

লেখনীর যুগ দেখোনি যে যুগ, হাঁটো

পিসি-তে প্রমোদ, অস্থির ধোঁয়া ধোঁয়া,

প্রশান্ত প্রেম তোমাকে দেবে কি ছোঁয়া?

কলেজ খোয়ানো ঝাউতলা জুটি, চাটো

স্মৃতির বরফ, ল্যাপটপ ছিলো না যে,

ঘানি-খাঁটি-প্রেম ছিলো জীবনের ভাঁজে।