Print

তার হারা যুগ

তার হারা যুগ, অদল বদল দিন।

কে যে অবিনাশ, নারীরা ডিম্বাশয়,

পৃথিবী এগোলো, আমি কি অর্বাচীন?

পাখি কি এসেই বসেছে, কিংবা শোয়?

 

হাতে হাতে যতো মুঠোফোন, পাখি ফোন,

ইচ্ছে মতোন ঠিকানা জাহির করে,

তার হারা যুগে কতো যে সংগোপন

সম্ভ্রম সেতো বিনোদনে ঝরে; মরে।

 

তার হারা যুগ, গ্লোবাল ভিলেজ জানি,

মানুষ মুক্ত, ছাড়া ছাড়া গতিধারা

সতীহারা থেকে কতো নারী পতিহারা,

মতিহারা ঢের পুরুষের তড়পানি

আগাম পৃথিবী লাগাম দিয়েছে খুলে

এগুচ্ছি সব শংকা ও সংকূলে!