গুম
পদে পদে এতো মৃত্যুর ফাঁদ, এতো
জন্ম মানেই মৃত্যুর চিঠি, জানি,
লাশ ভরা খাম, ছিলো তো সমুন্নত,
জীবনতো নয় ব্যাংকের কলমানি!
হুট করে ডাকা, লুট হয়ে থাকা, গুম
খানা তল্লাশ, নথি নেই কোনো, স্যরি
কার অভিশাপে নেমে আসে চির ঘুম
কার ঘাড়টিকে বিচারসূত্রে ধরি!
প্রযুক্তি যুগ, অযুক্তি খুন দেখে
ভয় পেয়ে গেলে স্বপ্ন হারাবে ধন,
ভীতির ঘুড়িতে অগণিত জনগণ
অসি আর মসি ঘটনাকাব্য লেখে,
নীরব হত্যা, যুদ্ধের চেয়ে ঘৃণ
লাশের গন্ধে কাঁদে জল-মাটি-তৃণ।