Print

সকল সূচক নিম্নগামী-০১

সূর্য ডোবে না সে কথাই জানে সূর্যের পরিবার

দিন ও রাতের তফাৎ বোঝে না, বোঝে সে সৌর আলো,

সূর্যসেবায় জারিত মানুষ দিন বোঝে সাদাকালো

কর্ম এবং নিদ্রা সূত্রে পথ নাই সরিবার।

 

শাসকেরা সব সূর্য সাজেন, সকালে শক্তিধরা,

মানুষেরা জানে দুপুর অবধি ক্ষমতার বাহুবল

বিকেলে আপোষ, সন্ধ্যে ছাপোষ, তাগদ অস্তাচল

রাতের জনতা নিদ্রার আগে চাঁদেই ভক্তি ভরা...

 

সূর্য ডোবে না এই ভাবনায় সূর্য স্বৈরাচারী

শাসক তেমন আপন অক্ষে আপনার মতো ঘোরে,

অথচ মানুষ সূর্য পূজোয় নিবেদিত হয় ভোরে

ঋণ ভরা দিন, নিরাপদহীন, অধিকেরা অনাহারী।

সূর্য বোঝে না মানবজমিনে সূচক নিম্নগামী,

শাসনের কালে কতো যে শ্রেষ্ঠ আমি আমি আমি আমি...