Print

নদীহত্যা

শত মাছ স্বাদে যে নদী সোমেশ্বরী

সেখানে মাছের শুঁটকি শুকোন চর,

বাংলা নদীতে জল-তো ভ্রমেশ্বরী

পদ্মা-যমুনা বালিতে দিগম্বর...

 

নদীহত্যার মৌসুমে কবিয়াল

ভাওয়াইয়া বা ভাটিয়ালি সুর ভুলে

মাতম তুলেছে ডিজিটাল ডিজিটাল

মরু-মৃত্তিকা মেঘ খোঁজে তৃণমূলে।

 

নদীদের রূপ ওয়েব সাইটে হাসে

বায়বীয় জল উড়ে গেছে ঘুরে গেছে,

বৃক্ষ ও মেঘ নিজ যাতনায় কাশে

নদীহারা দেশ নীরবেই পুড়ে গেছে।

সোমেশ্বরীর সুসং দুর্গাপুরে

মানুষের চোখে নদীজল গেলো ঘুরে!