আসমানী নদী
নদীপথে এতো বাঁধের বাহার, জলজট পানিজট,
ভূগোলে ভূগোলে চুক্তির ঢেউ, মুক্তি মেলেনি স্রোতে
নাবিক জানে না নৌযান তার পথ পাবে কোন্ রো-তে
নব নামে তাই নদীকে ডাকলো: জল-পট পানি-পট!
নির্লিপ্ততা, বোবা ঢেউ নদী, নদী মাতৃক দেশে
চাষী-মাঝি-জেলে গাঁয়ের সাঁতারু জল যুবতীর দল
আকাশে রাখলো তৃষ্ণার চোখ অপরূপ আছে ভেসে
মেঘের মাদুরে রাজা মহাকাশ, থির থাকা কৌশল।
নেই মিম্বর, খুঁটির বাহার, বাঁধহীন আসমান,
তারকারাজিতে রাঙা পরিবার, রোদ-চাঁদ গড়াগড়ি,
অন্তরীক্ষ, এবারে নামাও মই-নদী সরাসরি,
পাহাড়-ঝর্ণা দূর পথে নয়, খাড়া নদী ভাসমান।
জল কূটনীতি গতি বেঁধে রাখে, মরু-মগ্নতা যদি
প্রভু মহাকাশ, গরীবের দেশে পাঠাও আকাশ-নদী।