ইলিশিত
বাংলার সাথে মিশে আছে কিছু ঐতিহাসিক পাখি
তারাও বাঙালি, ধুরীণ প্রজাতি, হয়তো বা কেউ গাছ,
হয়তো বা কেউ স্বাদ-উপভোগে নাম নিয়ে আছে মাছ
হয়তো বা নদী পদ্মা-মেঘনা, জীবে-জলে মাখামাখি।
বাংলার আছে ভাষা সহযোগ: অহম উড়িয়া বোড়ো,
নাগাদের পাশে নাগরী সিলটী, পাহাড়ী বা আরাকান,
আছে ভাটিয়ালি, রবি-নজরুল, লালনে-হাছনে গান
আছে খুঁটি সব পতাকা ওড়ানো, মাটি খোঁড়া দিন, খোঁড়ো
বাংলার আছে প্রতœতত্ত্ব , উয়ারী-বটেশ্বর
পৃথিবীর সব দেশে দেশে আজ বাঙালির প্রবসন,
তন্মনস্ক কবি কারুকার, নটসেবা; প্রহসন
মাছে-ভাতে দ্রব বাঙালির শ্লোক ঘটনা ঘটেশ্বর...
বোশেখ অথবা টানা বর্ষায় রূপের ইলিশ, প্রীত
পান্তা-প্রসাদ, স্বাদ-আহ্লাদ, বাঙালিতো ইলিশিত!