Print

মাস ১২ ঋতু ৬

আকাশ তারকা বিশাখার নামে বোশেখে বর্ষ শুরু,

হালখাতা-ঝড়, তাপ অতঃপর জ্যৈষ্ঠের মধুমাস

ফলরস শেষে ভূমিরসে ভাসা আষাঢ়ে প্লাবন গ্রাস,

কদমের ফুলে শ্রাবণ শোনালো প্রকৃতির ডম্বুরু।

 

বর্ষা বিদায়ে ভাদর চাদর, তালপাকা গরমের

তুলো পেঁজা মেঘ, কাঁশফুল ভরা আশ্বিন আগমন,

মরা কার্তিক, মঙ্গা মুখর সুখ ভাগো ভাগো মন...

অগ্রহায়ণ, ফসল স্বপ্নে সিঁদ কাটে চরমের।

 

পৌষের হাসি, আহা পৌষানি, নাড়ী ছেঁড়া ধান-পিঠা,

নবান্ন দিন, মাঘে-শীতে লীন, অতিথি পাখির ভীড়,

লাল ফুল ফোটা ফাগুন বরণী প্রাণ ছোঁবে সুগভীর,

সংক্রান্তির বিদায়ী চৈত্র, রোদ তাপে তিতা-চিটা।

দখিনা পৃথিবী গ্রীষ্ম-বর্ষা শরৎ-হেমন্তেও

পার্বণ-ধ্যানে সদা অবিচল, শীত বা বসন্তেও!