সততার সতী
কতো ঘর গড়বর, কতো গুম নির্ঘুম জাগে,
কতো গতি দূর্গতি, কতো বাঁক নির্বাক থামে।
কতো নাম দুর্নাম, কতো সুর অমধুর রাগে
কতো ঠাঁট বিভ্রাট, কতো গীতি বিকৃতি ঘামে...
কতো স্বাদ বিস্বাদ, কতো দম উদ্যম নেভে
কতো তেজ নিস্তেজ, কতো বল দুর্বল খেলা
কতো গুণ নির্গুণ, কতো ভার নির্ভার ভেবে
কতো জন মহাজন কতো সুদ বুদ্বুদ্ বেলা!
কতো জ্ঞান অজ্ঞান, কতো নীতি রাজনীতি তলে
কতো মুখ উজ্বুক, কতো গাল গালাগাল ভরা,
কতো শব উৎসব, কতো দেশ বিদ্বেষ, ধরা
কতো দিন দূর্দিন, কতো পল উৎপল ছলে!
কতো বন পত্তন, কতো রাজ কবি-রাজ ভনে,
কতো বীর অগভীর, সততার সতী-ব্যাকরণে!