Print

মৃত্যুর মৃত্যুতে

মৃত্যু কখন মৃত্যুকে খাবে, জল্লাদ দেবে জান!

যম যবনিকা, প্রাণবধ-পেশী, আজরাইলের দম

কখন গিলবে প্রাণহরণের বিষধর গন্ধম!

বধ-প্রপঞ্চে আপন যাতনা শুনবে তাদের কান!

 

পুরোধা পৃথিবী মৃত্যুপ্রবণ, জন্মমুখর বটে

পরিসংখ্যানে জন্মের হারে পাল্লা অধিক ভারী,

স্মৃতির ওজন, মায়া কর্ষণ, হৃদয়-আকাশ বারী

মৃত্যুতে শোক, মহামায়াময়, মহাজাল অকপটে।

 

প্রজন্ম যুগ নতুনের মেলা, পুরাতন রেলে এসি,

পুরাতন খোঁজে পালানোর দোয়া, ঐশী প্রত্যাদেশ,

স্মৃতি ও কর্মে ইতিহাসাকাশ, থরে থরে সন্দেশ

নতুন মোড়কে পুরাতন গাথা, ছায়াকপি; পাইরেসি!

অরুণ তরুণ নেশাতে নষ্ট, নকলে জীবন ঘোড়া

মৃত্যু তুমিও নাও চিতা-খুন, অথবা কবর খোড়া...