Print

মাথা-খুলি-বল

মৃত্যুর মাঠে যে খেলা খেলতে নামলাম

শরীরে জড়ানো সন্তের সাদা জার্সি,

এতো খেলোয়াড়, কতো কসরত পারছি

হয়তো মাপছো কতো মহাপাপ ঘামলাম!

 

জীবন-মৃত্যু, মাঝখানে সেতু, প্রাচীরের,

খেলছি এপাশে, ওপাশে স্বজন কাঁদছে,

রান্নাও আছে মসলা-আমিষ বা জিরের

শ্রাদ্ধ কিংবা চেহলাম ভোজ রাঁধছে।

 

জন্ম-জিয়ানো, জন্ম জাগানো খেললাম,

আগুন নেভানো পানি খেলি দমকলে,

উচ্চলম্ফে ওপাশে স-বেগ ফেললাম

একি কালো মাঠ, ভিজে আছে কম জলে!

গোড়ালি গড়তে জাম্বুরা বল, কৈশোর

মাথা-খুলি-বল, মৃত মাঠে খুঁজি অই শোর...!