মদিনা সনদ
মদিনা সনদ যদি না আবার ফিরে আসে পৃথিবীতে
রক্তের হোলি, বিরোধের বাঘ, বলাৎকারের নেশা
দাঙ্গা-দখল ফ্যাসাদ-ফতোয়া পাপাচার নীতি দিতে
গোত্র-রাষ্ট্রে বর্ণ ভাষায় সমাজ বিভেদ ঘেঁষা।
বিবাদ তাড়াতে, বাড়াতে দু’হাত সব জাতি এক সুরে
মদিনা সনদে এঁকেছে ঐক্য ইহুদী-মুসলমান,
পৌত্তলিকের পূজাবাদী আর খৃষ্টান এলো ঘুরে,
বাহুতে লহুতে মিলনে বাড়ালো শক্তি ও সম্মান।
পৃথিবী প্রথম দেখেছিলো এক লিখিত সংবিধান
সাতচল্লিশ ধারার শরীরে সম্প্রীতি রঙ আঁকা,
জাতিসত্তার ওপারে মানুষ, মানবীয় রঙ নিদান
আপনার মতো আপন ধর্ম, সৃজিত বিজিত থাকা।
থাকেনি সে যুগ মদিনা সনদে, বহির্শত্রু টানা
কতো যে সনদ এলো গেলো হায় প্রশান্তি ফুটো-কানা।