Print

কিবলা বদল

কিবলা কি আর একদিকে ছিলো? বদল হয়েছে দিক,

ধর্ম যখন ফর্মে দাঁড়ালো, কর্মে দেখালো নীতি,

কা’বাঘরমুখী  ইবাদতে গেলো মুসলিম চারিদিক

কিবলা যদিও বদল করেছে উত্তর রাজনীতি।

 

ছিলো বায়তুল মোকাদ্দাসের প্রতিও একদা নতি,

ধর্ম নিয়েছে মহা-ইমামের ছোঁয়া-স্মৃতি অন্তিম,

যে নবী ছিলেন অগ্নিতে ছোড়া, হিজরতে অধিপতি

কা’বা ঘর যার ছিলো সম্ভার মাকামে ইব্রাহীম।

 

সৃষ্টিকর্তা যার সততার দেখেছেন বট-ছায়া

প্রিয় পুত্রকে কুরবানি দিতে যাঁর মন দ্বিধাহীন,

তাঁর ধ্যান ধাম মদিনা মাটিতে শ্রেষ্ঠ মহিমা মায়া

মহানবী তাই মাগিলেন দোয়া কিবলা এখানে দিন।

এলো অহি শেষে জিব্রাইল হয়ে থির হলো কা’বা ঘর,

রাজনীতি কেনো কিবলা বোঝে না? বোঝে শুধু দাবা ঘর!