জাদু মুখরতা
জাদু বিদ্যার কুফুরী কালাম বার বার আসে ফিরে,
যেমন ছিলো তা বাবল্ শহরে নবীযুগ, আদি কালে,
ফিলিস্তিনের মহাসম্রাট সোলায়মানের হীরে
শান-শওকত ম্লান হয়েছিলো বাজিকর জাদু তালে।
শিল্পকলার জাদু বিনোদন হুডিনীর পথে হাঁটে,
অন্যকলার বুনো জাদুকর নবীদের ছায়া সাজে,
মহামানবের পাশাপাশি তারা মোহর বাতাসা বাঁটে
নবীর মোজেজা ভেবে সাধারণ কাঁদে ভনিতার ভাঁজে।
জাদু এসে গেছে রাজনীতি আর সমাজের পলে পলে
প্রকৃত মেধাবী মঞ্চ না পেয়ে আঙিনায় বসে থাকে,
কথা জাদুকর টাকা জাদুকর মুখরতা ছলে-বলে
বাহারী পোশাক, গন্ধ-বিতান... ভক্তও ঝাঁকে ঝাঁকে
হারুত মারুত ফেরেশ্তা নেই, মন ফেরাতেন যাঁরা,
জাদু ছলা-কলা না বোঝা সমাজ আধুনিকে পথহারা।