মানুষের রথে
রাবণেরা ভাবে মৃত্যু ছোঁবে না দেহ
ব্রহ্মা দিয়েছে প্রতিশ্রুতির বর
যক্ষ-দেবতা-রাক্ষস আর কেহ
গন্ধর্বের কেউ নয় বিষধর।
প্রাণবধে নেই এই চার মহা যম,
রাবণেরা তাই পৃথিবী মুঠোয় নেয়
যাচ্ছে তাই-এর উল্লাস; সমাগম
সাধারণে শুধু অবিচার অন্যায়।
পাপ মিলে মিলে মহাপাপ রাবণের
জন অভিযোগে ব্রহ্মা দেখালো পথ
বিষ্ণুকে বলে, পথ রোখো প্লাবনের
চার যম নেই, মানুষের খোলো রথ।
রাম এসেছিলো, সাথে তিন সহোদর,
রাবণ নিধন। নেভেনিতো বর্বর...