Print

কলিযুগে রামায়ণ

‘মেঘনাদ বধে’ অনেক মজেছি, এবারে নতুন পালা

গণতন্ত্র যে বধের বিপদে, কলিযুগে রামায়ণ...

আমজনতা বা রাম-জনতার লহুতে নতুন পণ,

সংবিধানের অগ্নি-সীতাকে পরাবে মুক্তি-মালা।

 

পরদেশী প্রভু রাবণ এবং তোষামুদে মেঘনাদ

দেখেছে দ্রাপড়; ত্রেতা বা সত্য অবশেষে কলিযুগ,

রাজনীতি সেতো  বাঘা বিভীষণ! কারা তবে উজবুক?

জিতেও হারছে রাম-জনতারা, শান্তি সড়কে ফাঁদ!

 

জনককে যদি দশরথ বলি, ঘোষককে লক্ষ্মণ,

কৈ-কেয়ী হয়ে বামেরা এবং সুশীল সমাজও হাঁটে,

নেতা  নিধনের নিয়তির দেশে খুন-গুম-ভক্ষণ

তদন্ত দল কুম্ভকর্ণ, অযথা লেজুড় চাটে!

ফোঁসে হনুমান জঙ্গী-জোয়ান, সুগ্রীবও টন টন

সংবিধানের সীতা হরণের শোধ নেবে জনগণ।