সিএন টাওয়ারে লেখা
টাওয়ার অনেক আছে, দেখবার কতো আয়োজন,
সুদূরে দু’চোখ মানে নিজেকে উড়িয়ে হাঁটা,
জলপ্রপাতের ছোঁয়া খোঁজে দূরবীণ, মন
দেড়শ’ তলার থেকে নিচে চোখ শিহরণে গা’টা
মৃত্যু ভয়ের চেয়ে আঘাতের বিবমিষা কাঁপে,
তবুও মানুষ ওঠে, মগজে পেরেক ঠোঁকে নিউরন
হিমালয় জয় করা উচ্চতা ভীতিহীন তাপে
টাওয়ার ভ্রমণে যেন পাখি, পিউ পিউ মন!
ঘুরে ফিরে কানাডায়, সিএন টাওয়ারে উঠে পড়ি,
দেখার ভাবার পাশে মেতে ওঠে লিখবার ধ্যান,
দেড়শ’ তলায় বসে ভুলে যাই সময়ের ঘড়ি,
মগজ খেলছে ল্যাপটপে, ফোঁসে বিয়ারের ক্যান।
অদ্ভুত রেস্তোরাঁ এক সদা ঘূর্ণায়মান
কবিতা দারুণ খোলে; যেন সে পূর্ণ জায়মান!