সিয়াটল ছেড়ে
সিয়াটল থেকে ফিরবার পথে মেঘ নেমে এলো চোখে
আনন্দদিন, হ্রদ-পানি সব ফেলেও ওয়াশিংটন
পিছু নিলো আর পিছু ডাক পাড়ে, ওয়েলকাম রিং টোন,
আমি তার প্রেমে, নাকি তার প্রেম ভ্রমণকারীতে ঝোঁকে!
উভচর গাড়ি, ডাঙাতে ভ্রমণ, পাহাড়ি-শহুরি হাল,
প্রশান্ত নীল মহাসাগরের চোখকাড়া উপকূল,
ভবনের নামে জঙ্গল নয়; বস্তির কালি-ঝুল
কালিমাও নেই; ভোগের রোগে বা কফি-শপে উত্তাল।
থিয়েটার আর মাছের ম্যাজিকে বোয়িং-বিমানে পাড়া
নিসর্গ তার ত্রি সর্গকে এখানে বসেই আঁকে,
উভচর গাড়ি জলেও সচল ধনী পাড়া, লেক বাঁকে
বিল গেটস্দের মহা-আবাসন চোখের নাগালে খাড়া।
মহাসাগরের প্রফুল্লবীণ, কতো জন প্রবাসিত,
তবু ফিরে আসি মহাপ্রাণঘন স্ব-ভূমে উল্লাসিত!