বস্টনে বাঙালিরা
বস্টনে এতো লেখাপড়া ঘর, উর্বর, খ্যাতনামা
ডাকে হার্ভার্ড, কারিগরীতেও সেরা আঙিনার সারি,
শিক্ষা শহরে অনেক শরীরে কবিতা প্রধান জামা
বাংলা লালনে অসংখ্য মন সানন্দে সংসারী।
প্রবাসে কতো যে ভাষা জাগানিয়া উদ্যোগ, আবাহণ
সাদা ইউরোপ, মহা আমেরিকা, মরু আরবের পাশে
কালো আফ্রিকা, বিদেশ বিভুঁ’য়ে বাংলা ভজানো মন,
বাঙালিরা নানা মেলা-পার্বণে ঐক্যের হাসি হাসে।
বস্টন মানে নিউ ইংল্যান্ড, ম্যাসাচুয়েট্সে থিতু,
চার্লসের জলে পদ্মা-মেঘনা-গঙ্গা-যমুনা খোঁজে।
বাঙালি সেখানে বাঘ মহিমায়, বোধে নয় বাপু ভীতু
ভিন-গোলার্ধে ঋণ পরিশোধে মাতৃ-মাটিকে বোঝে।
‘লেখনী’ নামের আরেক ঐক্য, সৃষ্টি কলার দল,
বস্টনে ডাকে বাঙালি কবিরা মেখে দিয়ে মায়াজল!