Print

উত্তরবঙ্গ

নীলফামারীর নীলাকাশ ফেলে নিউইয়র্কে পাড়ি

নীলসাগরের দীঘিজল নয় বাদা বা অকর্ষিতা,

আটলান্টিক সমুদ্র্র বা বারদরিয়ার মিতা

ধরো কি এখনও লুঙ্গি অথবা দেশোৎপন্ন শাড়ি?

 

ম্যানহাটনের শ্রমজীবী মুখ, জীবনের সাবওয়ে

ঘরের থালা কি শুঁটকি-সিঁদলে দিচ্ছে স্মৃতির স্বাদ,

অত্যাধুনিক প্রজন্ম-জন আছে নাকি বরবাদ?

আছো কি প্রবাসী সত্যিকারের জননী বা বাপ হয়ে!

 

অট্টালিকার আকাশ ছুঁয়েছো, পল্লীগীতি কি ভাসে,

বার-নারীদের মুখ-কে সরিয়ে বেগম রোকেয়া খোঁজা,

স্বদেশে-প্রবাসে দুই নৌকাতে দুই চোখ আধ বোজা

স্ট্যাচু অব লিবার্টি হায় দুর্বেদ হাসি হাসে!

উত্তর আমেরিকাতে সচল উত্তর জনপদ,

বেদনায় নীল তিস্তা-সালকী, খোয়া গেছে সম্পদ!