ধান কন্যা
শুয়ে আছি খড়ের গাদায়, কুয়াশায়, ধানক্ষেতে।
চোরের হিড়িক তাই পাহারা বসানো রাত কাটে।
সকাল ছুঁয়েছে খিদে, হৃৎ-পেটে শুনি কান পেতে
নতুন ধানের পিঠা জুটবে কি কপাল কপাটে?
চারদিকে ধান বাগানের ঢেউ, নিধুয়া পাথার,
উনুনবিহীন কাঁচা ধানে ঘ্রাণেই আধাভোজন,
খিদের কামড় শেষে খেতে চায় মগজ মাথার,
কোথায় তরুণী সেই, পিঠা’ওলি, যোজন যোজন
দূর থেকে গতকাল এসে বিকিয়েছে ভাঁপা পিঠে
কতো স্বাদ, আহলাদ! খড়ের ছাউনি পাতা ঘর
বিরাণ সবুজ মাঠে অবুঝ তরুণী শাপে-বর।
পিঠের স্বাদের পাশে হাসি কথা কি যে মিঠে মিঠে...
ফেরী’ওলি, আজ এসে হেঁকে ওঠো মনের নিলাম
বিনিময়ে ধানশীষ সংসার তোমাকে দিলাম!