Print

সমতল

হিমালয় পাশে বুনো ছোট বোন রূপসী দার্জিলিং

গোড়ালিতে তার আবাস আমার, ভূমিধ্বস ঝুলে থাকা,

বন্ধু থাকেন পাহাড় উঁচুতে, মাথায় গর্ব শিং

সূর্য পূজোয় মাথা আরো উঁচু, বুক জামা খুলে রাখা।

 

পাহাড়ের ঠিক পাদদেশে থাকি, গুণছি পর্যটক

লক লক করে ওঠে আর নামে, বন্ধু কি নামবে না?

খবর পাঠিয়ে আমাকেই ডাকে, স্বপ্ন বিবাহ তক...

আমাকে উঠিয়ে সংসারে নেবে, মতিভ্রম; থামবে না!

 

আমার তো নেই উচ্চতা ভীতি, উঁচুতে গিয়েছি ঠিক,

ভালোলাগা মেখে নেমেও এসেছি, যেতে চাই বহু দূর,

মনের শেকল ছিঁড়েছি দু’হাতে, দৌঁড়াবো চার দিক

পাহাড়ের পথ দ্রুত শেষ হয়, চূঁড়োতে রহিত সুর।

এসো হে বন্ধু প্রাণ-পাদদেশে, বলো না’ক ভ্রম তল,

চোখ-পা মনের বিজয় বাগাতে সু-সবুজ সমতল।