যমুনা সকাশে ত্রিজাতির পিতা
তিন জাতি পিতা বিংশ শতকে যমুনা অতট তীরে,
বৃটিশ বিরোধী গান্ধী-জিন্নাহ্, মুজিবের পদরেখা
ভারত-পাক ও বাংলাদেশের তিন প্রধানের দেখা
সিরাজগঞ্জে মাটি-মানুষের স্মৃতি পোড়ে ধীরে ধীরে।
কংগ্রেস শেষে মুসলিম লীগ, স্বরাজ পার্টি, দোলা
এলেন নেতাজি, দেশবন্ধুও, জমিদারী নিয়ে রবি,
আব্বাসসহ যুব নজরুল সানবাঁধা গান-কবি
বাণিজ্য-বর বিড়লাও এসে বন্দরে পাল তোলা...
‘অনল প্রবাহে’ চেতক সিরাজী, অবিচল বিদ্রোহে
ভাসানী জনম, তর্কবাগীশ, ভাষা মতিনের নূর
গণিতে যাদব, শোণিতে হিলালী, ক্যাপ্টেন মনসুর
সালঙ্গা মায় দেশ-মাটি-জয় ছবি উঠে আছে গ্রহে...
সেতু বিশালতা, শিল্পে লোহানী, সুচিত্রা সেন, গাথা
যমুনা ভাঙন; ঢাকে ইতিহাস অথান্তরের কাঁথা!