লালে লাল
মানুষ গড়ার আঙিনা অবাক, লাল ঝান্ডার সারি
লাল সিগনালে প্রতিবাদী লাল, দেহ-মন-চোখ ভারী।
লালখান আছে, লালপুর আছে, লালবাগ আছে, আরও
লজ্জা কিশোরী লাল হয়ে ওঠে গাল ভরা অভিমানে,
মৃদু অপরাধে শাস্তি-কিশোর, লাল গোণে ঝাল কানে!
লাল বাংলার ইতিহাসাকাশ বড়ো রক্তিম, গাঢ়।
ঝলসিত সব বস্তি-জীবন, লালায়িত জিভ ঢের
গৃহিণীকে খুন, স্বর্ণ লোপাট, মুক্তিপণের চল,
হাসপাতালের জরুরী বিভাগে লাল ভাসে অবিরল!
শহরের সব উঁচু বাড়ি-ঘরে ঢালছে লোভের জের।
মুহুরি দুবলা কুকড়ি মুকড়ি চর জব্বার, মানে
খেলে লাঠিয়াল, খেলে ভূমি খেলা, ফেলে লাল লাশ ধানে,
স্বাধীনতাময় সবুজ পতাকা, সূর্যের লালে হাসে,
শান্তি কোথায়? জীবনের রঙ লালে লাল সন্ত্রাসে!
মানুষ গড়ার আঙিনা অবাক, লাল ঝান্ডার সারি
লাল সিগনালে প্রতিবাদী লাল, দেহ-মন-চোখ ভারী।