Print

ঠেলা-অলা

খানিক জিরাও দূর্ভাগ্যের চাকা,

বাঙালি খাবার খেয়ে আবার গাইবো গান

আবার ঠেলবো বারুদের বাক্স, ভারি সংবিধান

ঠেলায় তুলতে হবে বিগত পহেলা মে’র মঞ্চের ত্রিপল এবং

গুদামে পৌঁছাতে হবে যাবতীয় ব্যানার ফেস্টুন,

     বোবা চেয়ার টেবিল।

 

একটু জিরিয়ে নাও বাঁশের মাচান,

বুকবেঁধা দড়ির বাঁধনগুলো একটু আলগা হোক,

খানিক পরেই ফের তুলে নেবো বাসাবদলের আলনা তোষক

          হাঁড়ি-পাতিল অথবা

হঠাৎ গোপন রাতে ঘাসমুখে শুয়ে থাকা

           আমার ভাই-এর লাশ,

গোপনে হারায় যার শোক আর শেষ সংবাদ।