Print

হ্যালো বিশ্ব ভাষা দিবস

হ্যালো বিশ্ব ভাষা দিবস, আপনি কি চলে যাচ্ছেন?

আপনি কি রাগ করে কেটে পড়ছেন না কি

বিশ্বমাতৃভাষা বিষয়ক সেমিনারে পাড়ি জমাচ্ছেন?

 

হ্যালো  বললাম বলে কি গাল ফোলাচ্ছেন?

আসলে সম্বোধনের জন্য, দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে

আমাদের কথা বিজ্ঞানে ‘এই যে একটু শুনুন’

এইসব ছাড়া আর কোনো চল নেই, স্যরি।

 

দুঃখিত, আবারও বিদেশি ভাষা। এগুলো এখন

চেয়ার-টেবিল-আলমিরা-ব্যান্ড মিউজিক-মশগুল...

এভাবেই জমপেস আড্ডা দিচ্ছে মাতৃভাষায়।

কি করবো বলুন, বাংলাদেশে সাতরং উপজাতি,

সাতাত্তর রঙের দান-অনুদান-এনজিও খাদ্য

যেমন ভারতের গরু, পেঁয়াজ ও সিনেমা, চায়নার ভুট্টা,

বার্মার লবন-চিনি, ভুটানের ফল, জাপানের জেলি,

থাইল্যান্ডের চাল, পাকিস্তানের গম, সিঙ্গাপুরের শৃঙ্গার,

মালয়েশিয়ার বিস্কুট, নেদারল্যান্ড-অস্ট্রেলিয়ার গুঁড়ো দুধ,

মধ্যপ্রাচ্যের খেজুর-খোরমা, দুম্বা-উটের মুগ্ধ মাংস

বৃটেন-রাশার অ্যালকোহল, জার্মান বিয়ার, মশলা,

মার্কিন চকোলেট-জুস, বহুজাতিক সিগারেট...

মুক্ত বাণিজ্যের দারিদ্র্যপীড়িত দেশে প্রভুপ্রেম

বিপরীতে ভাষার সাম্রাজ্য

বহুখাদ্যের সাথে বহুভাষার অতিথি প্রবেশ,

এই ধরুন সিনে-খাদ্যের পথধরে হিন্দির বাতাস আজ

     দোলা দিচ্ছে এলিটে-মধ্যবিত্তে!

দে দোলা দে দোলা বলে যদিও অন্য দোলার বাংলাভাষী

প্রতিবেশী  গান-ত্রিবেণী সঙ্গমে মুখর ভূপেন হাজারিকা!

 

হ্যালো ভাষা দিবস, আপনি কি গান শুনবেন?

আমার ভাইয়ের রক্তে  রাঙানো একুশে ফেব্রুয়ারি?

কোটি কোটি মানুষ এই একটি গানের কণ্ঠে...

 

কী  বললেন? গানটি যিনি লিখলেন মিস্টার আগাচৌ

তিনি কেনো প্রবাসী ও বিদেশী হলেন?

তার নগ্ন পায়ের স্পর্শ, কবিতাপাঠ, ফুলেল শ্রদ্ধা ছাড়া

বাংলার মানুষের প্রকৃতির

সতত  সান্নিধ্য ছাড়া

শহীদ মিনারে জড়ো সুশীল সমাজ তাকে ছাড়া

পঁচিশ বছরেও যে গান ছাড়েনি

     এই উদারতার কোনো পরিশোধমূল্য আপনার জানা নেই

     তাতে কি এমন এসে যায়...

কি বললেন বিড়বিড় করে?

আটই ফাগুন কেনো একুশে ফেব্রুয়ারি থেকেই গেলো?

প্রধান প্রধান দল, প্রধান কাগজ এখনও

স্বীয় শিরোনামে বাংলা হলো না,

এখনও ভাষাভবনের একুশ তলার স্বপ্নদেহে

একটি ভাষাশত্রু জাদুঘর হলো না,

অবিনাশী  শহীদ-গীতির অর্ঘ্যসুরকার আলতাফ মাহমুদ

দেহহত্যায় শ্রদ্ধা পেলেন, বিচার পেলেন না!

মাতৃভাষার চেতনামুখর দেশ সাক্ষরতায়, পরিপূর্ণতায়

     স্বাধীন সম্পন্ন হলো না!

 

আর কিছু বলবেন বিশ্ব ভাষা দিবস? আমাদের

হয়তো কিছু অমনোযোগ আছে, তবে অগ্রাহ্য নেই।

যেখানে রক্তের গান, বিশ্বদিবসের অর্জুন অর্জন

আরো জানবেন ব দিয়ে যে বাঙালি, বীরত্ব,

সেই  ব দিয়েই কিন্তু বিশ্বখ্যাত বাঘের দেশ: বাংলাদেশ!