প্রবাসে ভাষার খাম
ভাষাদিবসের আশাভরা মন মানেনি বাতাস লু
দূর দেশে যারা তারাও খুলেছে পরদেশী মোজা, সু
প্রবাসে প্রথম শহীদ মিনার বরফে নগ্ন পা
অন্যভাষার ভেতরে গণ্য, নগণ্য ছিলো যা
সেই বাংলার সেই অধরার কবিতা গানের সা...
প্রবাসীর বুকে ঠিকানা হয়েছে, স্মৃতিখামে ডাকে মা।
খাম খুলে দিলো মাতৃভাষার, বিশ্বের চোখ থ,
এক ভাষা নিয়ে এতো অর্জন, এক সাথে একশ’
এক হয়ে থাকা স্বদেশ-প্রবাস, এক ঠোঁটে-স্বাদে চা,
ভাষাজল খেয়ে অভিবাসনেও সে খাম হারাবে না।