Print

বাঘমাস মার্চ

ফাগুনের ফুল চৈত্রে ঝরার স্মৃতি

নেমে আসে মেঘ বাংলার পাদপিঠে

গর্জন ছিলো বেয়নেটে হায়েনার

আঘাতের বটি স্বদেশের তলপেটে।

বিষাদের মুখে প্রতিরোধ-প্রত্যয়

পৃথক পতাকা মুক্ত মাটিকে খোঁজে,

ঐতিহাসিক ভাষণে সময় কাঁপে

ভেসে আসে ডাক ইথারের আয়োজনে

ঘোষণা এসেছেÑ বোমা খেয়ে বোমা মারো,

স্বাধীনতা খোঁজা সার্চলাইট চোখ মেলে

মার্চপাস্টেও সামিল লক্ষ পা

মার্চের মুখ বনমানুষের ভয়ে

বাঘ-মানুষের প্রতিরোধ-ছায়া খোঁজে।

 

মধুমতি থেকে নদী বাঁক বাইগার

তুলে দিলো এক সাদাকালো টাইগার,

বাংলার মাটি বাংলাকে দাও ভোগ

রক্ত-গোসলে পূণ্যতা পাবে দেহ

দুধ-মাছ-ভাত শত্রুবিহীন ঘর

বাংলার কথা  এইটুকু ব্যাকুলতা,

এই অপরাধে জরিমানা-প্রাণদেহ

নারী উপভোগ, লাশে ঢাকা ঘাস কাঁদে

ফাঁদে ফেললেন বাঘকে অন্ধকারে,

তবু থামলো না যুদ্ধ জয়ের নেশা

বাঙ্ময় থেকে বাঘময় হলো দেশ

সরল শরীরে হিংস্রতা নখে-চোখে

স্বাধীনতা শেষে গতিধর পিঠে এলো,

 

মার্চের মুখ বাঘমাস নাম পেলো।