একুশের সকালে সংলাপ
তরুণী : মেঘ চেনো?
তরুণ : না।
তরুণী : কেনো?
তরুণ : সব কেনোর উত্তর হয় না।
তরুণী : রোদ চেনো?
তরুণ : চিনতাম, এখন চিনি না।
তরুণী : কেনো?
তরুণ : এখন তো রোদ ওঠে না!
মিছিলমুখর গনগনে রোদ কোথায়?
তরুণী : ভাষাভায়োলেন্স, একুশ কে চেনো?
তরুণ : চিনি, তবে পুরোটা নয়।
তরুণী : কেনো?
তরুণ : পুরোটা চিনতে হলে তোমাকে ছাড়তে হয়।