সাহসী গোলাপ
গোলাপে রয়েছে কাঁটা অতিশয় জানি
তবুও কেনো যে বাগানের পথ টানে
যেমন জীবনে সংকট হানাহানি
তবুও বাঁচার আশ্বাস প্রাণে প্রাণে।
খাঁচা ভেঙে আজ বাঁচার জন্যে কেউ
কন্টকময় মিছিলের পথে ছোটে,
ছড়ায় হঠাৎ রক্ত-জলের ঢেউ
স্মৃতির বাগানে সাহসী গোলাপ ফোটে।
এই বাংলার সবুজ বাগানে কত
ফুটেছে গোলাপ ফাগুনের স্মৃতি নিয়ে,
ফুল ফোটানোর কাজে তবু অবিরত
আমরা সচল রক্তের জল দিয়ে।
গোলাপে রয়েছে কাঁটা অতিশয় জানি
তবুও কেনো যে বাগানের পথ টানে,
সাময়িক কাঁটা নেবে আর কতখানি?
বিজয় গোলাপ ফোটাবেই সম্মানে।