কি চমৎকার দেখা গেলো ...
কেমন দেখলে শহীদের বধু স্বাধীন-স্বদেশ?
কেমন দেখলে বীরাঙ্গনাও দ্বিতীয় জীবন?
কেমন চলছে ট্রাফিক জ্যামের বিবাহ বহর
ডাকছে কেমন শান্তির পাখি শিকার কাতর!
যুদ্ধ দিনের খুন উৎসব আততায়ী বাঘ
ডাক দিয়ে যায় অসহায়াদের সহমরণের।
জ্বলছে কেমন যন্ত্রের আলো লোডশেডিং-এ
চলছে কেমন গোপন জ্বালানি গোপনে গড়িয়ে,
বলছে কেমন বুদ্ধিজীবীও রাজনীতিবাদ,
টলছে কেমন পুরোন খুঁটিতে পতাকা-বয়েস
রঙ জ্বলে গেছে, ইতিহাসে ঝুল, আবার রাঙাও
সেলাই সেলাই, জোড়াতালি থাক, আবার বুনন
কাঁথার বুনন, হস্তশিল্পে আমাদের নারী
পুরো নিবেদন, যদিও বাজার আদা-পটলের
আধেক দামের, অপূর্ণতায় আধেক সুখের,
আধেক শোকের আধা দিন-রাত আধা স্বপ্নেরÑ
পুত্র-পুরুষ-খোয়া সংসার, আধা বিভাজন
কেমন দেখলে বধু বা জননী স্বাধীন স্বদেশ?
এক মুঠো স্মৃতি, এক মুঠো ক্ষমা, এক মুঠো ভোট
আয়ের যুক্তি, ঐক্য-শপথে নতুন আবেগ
নতুন যুদ্ধ অর্থনীতির, নিজেকে গড়ার
নিজেকে দেখার, নিজেকে সেবার ফের ইতিহাস
সেই দিন কবে, অঝোরে হাসছে বিরহবতীও,
আরও অপেক্ষা? মনের বদল, খানিক ক্ষতিও।
স্বাধীনতা বুঝি রূপ পাল্টিয়ে সুখী হতে চায়,
জননী বধু বা বীরাঙ্গনার কী বা এসে যায়...।
বয়েসের পাখি শেষ ডাক হাঁকে, মিলবে কবর
আসে প্রজন্ম মুঠি-মাটি ভরা, আধুনিক শোক
সাদাকালো ছবি রঙিন চ্যানেলে-সকলে মানে না,
শিকড়ের গান ডাল-পাতা ফুল জেনেও জানে না।