গোলরক্ষক
‘ঠেকানো গেলো না গোল’ বলে বাবা তুমি ছুঁড়ে মারো
আজ কেবল স্মৃতির ফুটবল।
যুদ্ধবর্ষপূর্তিদিনে
মাঠের দর্শক সব উৎসুক উত্তেজিত উপান্ত বিকেলে,
হঠাৎ মেঘেরা বৃষ্টি হয়ে নামলে খেলায়
শুরু হয় তুমুল আক্ষেপ
তখনই বলটি এলো বলে বাবা তুমি
চশমার লেন্স আজ একান্তে ভেজাও।
একটি বলের পিছে বাইশটি প্রাণের কি ব্যাপক আগ্রহ
সোনার হরিণ এক দেয় না সহজে ধরা, থাকে না নিকট।
তুমি ঢোলা হাফ প্যান্ট পরা জালের সম্মুখে খাড়া
সংসারী গোলরক্ষক,
ধরি ধরি করেও ধরতে পারলে না
অবশেষে...সূর্যাস্ত সুফল।