তেত্রিশে হাসে ভাষা-স্বাধীনতা
বয়েস বাড়ছে, বাড়তেই পারে হাসছে দু’জন,
এটা স্বাভাবিক তবে কতোটুকু, শতকরা হারে
সাফল্য ফল কতোটা ধরেছে এক বাগানেই
কতো ঔষধি কতো কলাগাছ, কতো চারা মরে
স্বপ্ন হিসেব গাছের রাখাল গরুকে হাারিয়ে
বৃক্ষবণিক এতো ঝড় দ্যাখে এতো যে আগুন
বন পেলে তাপ বন্যার চেয়ে অতি উল্লাসে
দাউ দাউ ছোটে হাউ মাউ দেশে এতো ভূত থাকে
দৈত্যের দাঁতে এতো গাছ-পাখি প্রাণ নিবেদন
তবু অর্জন পাথর সরিয়ে তবু পথচলা
ভূমি কর্ষণ তারপর হাসি, ভাষা কথকতা,
সোঁদা স্বাধীনতা সব পেয়েছির সাঁতার পুকুর
কিনার ছোঁয়ানো সাফল্য সুখ পতাকা বিভোর
কিন্তু কতোটা দাঁড়ালো হিসেব? মেলো যোগফল
অংক বিমুখ রাখাল বণিক চাষাবাদী মন
ফল গুণে দেখো একশ গাছের সাতষট্টিতে
মুকুল মৃত্যু! ঝোঁপের আড়ালে হতাশ আপেল,
বিরস কমলা রোগা নাশপাতি, আঙুর বিলাপ
ঝাউবনে তুমি এসব না বুঝে দেখেছো দু’চোখে
কলা বিপ্লব, পেঁপে ম্যারাথন, পেয়ারার প্রেম।
তেত্রিশ গাছে পাশ নম্বরে ভেসেছো মহান
সুখের সাঁতারে যে’ভাবে হাসছে ভাষা-স্বাধীনতা
পানির ওপরে হাততালি পেয়ে, পুকুর গভীরে
তলানি না খুঁজে! সাগর সেঁচের মানিক না ছুঁয়ে!